আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ডিসেম্বর || “প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের একটি মহৎ উদ্দেশ্য থাকে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ভাবে তৈরি করার। আর যখন কোন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অসামান্য কৃতিত্বের অধিকার অর্জন করে তখন বাবা মায়ের সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গর্বিত হয়”। শনিবার তেলিয়ামুড়ার শিশু মালঞ্চ বিদ্যালয়ে দুই কৃতি ছাত্রীর সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনটাই বললেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়।
শনিবার দুপুর ১টা নাগাদ তেলিয়ামুড়া শিশু মালঞ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্রী তথা তেলিয়ামুড়ার গর্বের দুই কৃতি কন্যা ২০১৯ শিক্ষাবর্ষের মাধ্যমিকে সারা রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করা কৃতি ছাত্রী সুজাতা পাল এবং জার্মান সরকার থেকে গ্রীন ট্যালেন্ট অ্যাওয়ার্ড অর্জনকারী ভারতের তথা এই রাজ্যের গর্বের কন্যা পারমিতা ঘোষের হাতে পুষ্পস্তবক, সম্মাননা স্মারক সহ আরো অন্যান্য সামগ্রী বিধায়িকার হাত দিয়ে তুলে দিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দু বিকাশ দাস, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা প্রতিভা সেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।