আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর || ২৫শে ডিসেম্বর ছিল বড়দিন, আর এই বড়দিন উপলক্ষে বেশিরভাগ ছোট ছোট শিশুরাই বড়দিনের আনন্দে মেতে ওঠে। কিন্তু এমনও কিছু শিশু রয়েছে যারা শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যার ফলে অসুস্থ শিশুরা সেই বড়দিনের আনন্দ উপভোগ করতে পারেনি। তাই এই ছোট ছোট অসুস্থ শিশুদের আনন্দের কথা মাথায় রেখে সামাজিক শিক্ষাঙ্গনের সদস্যরা রবিবার আগরতলা আইজিএম হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসারত অবস্থায় থাকা সমস্ত শিশুদের হাতে খাবারের প্যাকেট তুলে দেয়। এতে অসুস্থ ছোট ছোট শিশুরা যেমন খুশি পাশাপাশি অসুস্থ শিশুদের অভিভাবক থেকে শুরু করে হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সকলেই অত্যন্ত খুশি। অসুস্থ ছোট ছোট শিশুরা খাবারের প্যাকেট হাতে পেয়ে বেশ হাসি মুখে সামাজিক শিক্ষাঙ্গনের সদস্যদের ধন্যবাদ জানাতে লক্ষ্য করা গেছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয় সামাজিক শিক্ষাঙ্গনের সদস্যরা জানিয়েছেন, তারা হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক একই রকমভাবে হাসপাতালে চিকিৎসাধীন ছোট ছোট শিশুদের হাতে খাবারের প্যাকেট তুলে দেয়।