আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষ ভাবে নির্ধারণ করে ‘গুরুপূর্ণিমা’ উদযাপন করার প্রথা চলে আসছে আমাদের দেশে। এরই অঙ্গ হিসেবে বুধবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রাণীরবাজারের গীতাঞ্জলি হল ঘরে গুরু পূর্ণিমার পূণ্যলগ্নে রাণীরবাজার এলাকার স্থানীয় বর্ষীয়ান অভিজ্ঞতা সম্পন্ন পুরনো কার্য্যকর্তা ও মার্গদর্শনকারী যাঁরা তাঁদের নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে দলের সংগঠন বিস্তার ও উজ্জীবিতকরণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাঁদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন তাঁদের সম্মানার্থে “গুরুজন সম্মাননা” অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ১০০০ জন বরিষ্ঠ গুরুজনদের হাতে ভালোবাসা ও শ্রদ্ধাস্বরূপ একটি ছাতা ও শ্রীমদ্ভগবদগীতা তোলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর-পূর্বাঞ্চলের দ্বায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অজয় জাম্বোয়াল, রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক টিংকু রায়, মজলিশপুর মন্ডলের মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পাশাপাশি এদিন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রাণীরবাজারের পর জিরানীয়ার অগ্নিবীণা হল ঘরে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে স্থানীয় বরিষ্ঠ নাগরিক ও গুরুজনদের সম্মাননা জ্ঞাপন করা হয়। সকলের হাতে একটি করে ছাতা ও শ্রীমদ্ভগবদগীতা তোলে দিয়ে তাঁদের সম্মানিত করলেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। অগ্নিবীণা হল ঘরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক কিশোর বর্মণ, মজলিশপুরের মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য কার্য্যকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
