আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || করোনা আক্রান্ত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার তিনি উনার সামাজিক মাধ্যমে পোস্ট করে এখবর জানিয়েছে। তিনি লিখেছেন, তাঁর শরীরে কোন উপসর্গ নেই। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে উনার সংস্পর্ষে যারা এসেছেন তাদের সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্য জানা গেছে করোনা পরীক্ষায় মুখ্যমন্ত্রীর রিপোর্ট পজেটিভ এসেছে। স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুযায়ী মুখ্যমন্ত্রী আপাতত হোম আইসলেশন থাকবেন। স্বাস্থ্যকর্মীরা আগামী কিছুদিন মুখ্যমন্ত্রীর শারীরিক দিকে বিশেষভাবে নজর রাখবেন।