সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ মার্চ || ২০২৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য বিজেপি’র আদেশ মোতাবেক ২৯-কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, চাকমাঘাটের ব্যারেজ প্রাঙ্গনে। এদিনের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি পৃষ্ঠা প্রমুখ রাজ্য কমিটির কনভেনার সুবল ভৌমিক। তাছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি খোয়াই জেলা নেতৃত্ব বিজন কর সহ অন্যান্যরা।
দলের একাংশ দুর্দিনের পুরাতন পৃষ্ঠা প্রমুখদের অভিযোগ, বৃহস্পতিবার কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আয়োজিত পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে আমন্ত্রণ’ই পায়নি দলের দুর্দিনের পৃষ্ঠা প্রমুখেরা। ফলে চাপা ক্ষোভ এবং অভিমান নিয়েই মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা কেন্দ্রে অনেকটাই কোণঠাসা দুর্দিনের পৃষ্ঠা প্রমুখেরা।