শুরু হল বাজেট অধিবেশন, ২৭৮০৪.৬৭ কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী, ঘাটতি ধরা হয়েছে ৪১০.৬৯ কোটি টাকা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মার্চ || শুক্রবার থেকে শুরু হল ত্রিপুরা বিধানসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশন। ৩ দিনের এই বাজেট অধিবেশন চলবে আগামী ৫ই মার্চ পর্যন্ত। এদিন ত্রিপুরা বিধানসভায় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন ২৭৮০৪.৬৭ কোটি টাকার বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তার মধ্যে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৪১০.৬৯ কোটি টাকা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট সমাজের সকল অংশের মানুষের সামুহিক বিকাশের মাধ্যমে ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা’ তৈরির একটি রূপরেখা তুলে ধরেছে।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, কৃষি নির্ভর অর্থনীতিকে আরো সুসংহত করে গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক পরিকাঠামো তৈরিকে প্রাধান্য দিয়েছে সরকার। ১৭২১.৯৪ কোটি টাকার অর্থ বরাদ্দ সহ রাজ্য বাজেটে কৃষিকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।
তিনি জানান, স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক পরিকাঠামোকে সশক্ত করতে ও সবার জন্য সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে রাজ্য বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জন্য ১৭২৬.২৩ কোটির বরাদ্দ সহ ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট নির্ধারিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজ্য সরকার। ৫৫০৪.৬৩ কোটি টাকার বরাদ্দ সহ শিক্ষাক্ষেত্রকে নতুন রুপ দেবে এই বাজেট।
উল্লেখ্য, বাজেট অধিবেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পরিষদীয় দলের নেতা নেত্রীদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*