আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর || ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী হরিশংকর সাহার বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার প্রয়াতের বাড়িতে গিয়ে তাঁর সহধর্মিনী ও ছেলের সঙ্গে কথা বলে গভীর শোক ব্যক্ত করেন এবং রাজ্য সরকার সর্বতোভাবে এই পরিবারের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
একই দিনে বামফ্রন্টের বিধায়কদের এক প্রতিনিধি দল প্রয়াত ব্যবসায়ীর বাড়িতে গিয়ে গভীর শোক ব্যক্ত করেন। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ সরকার, নয়ন সরকার, রামু দাস।
উল্লেখ্য, গত ১৫ই অক্টোবর রাজধানীর মেলারমাঠে নিজ দোকানে এক যুবকের দ্বারা ছুরিকাঘাত হয়েছিলেন ব্যবসায়ী হরিশংকর সাহা। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অনবস্থায় থাকার পর বৃহস্পতিবার তিনি প্রাণ ত্যাগ করেন।
