জেআরবিটি মাল্টি টাস্কিং স্টাফ ও বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী || দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে স্বচ্ছ নিয়োগ নীতি দ্বারা কর্মদক্ষ যুবশক্তির কর্মসংস্থানে নিরলস কাজ করে চলেছে ত্রিপুরা রাজ্য সরকার। রাজনৈতিক রঙ বিচার না করে মেধা ও যোগ্যতাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার। বুধবার বিকেলে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জেআরবিটি কর্তৃক মাল্টি টাস্কিং স্টাফ ও বিভিন্ন পদে অফার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা (JRBT) ও স্বাস্থ্য দপ্তর কর্তৃক নিয়োগ পরীক্ষার মাধ্যমে ২,৮০৬ টি নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যে আজ সফল প্রার্থীদের নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। যার মধ্যে ২,৪৩৭ টি হয় JRBT(গ্রুপ-ডি) ও স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট, ল্যাব টেকনেশিয়ান পদে আরো ৩৬৯ জনকে অফার বন্টন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ থেকে ২০২৪ এর মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে মোট ১৬,৪১১ জনকে নিয়োগ করা হয়েছে। এছাড়া আরো প্রায় ৫,৭৭১ জনকে চুক্তিভিত্তিক কিংবা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছর থেকে এখন অবধি ৯৬টি জব ফেয়ারের মাধ্যমে বেসরকারী সংস্থাগুলিতে প্রায় ২,১৩৫ জনকে কর্মসংস্থান দেওয়া হয়েছে।
এদিন এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে দিল্লী থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহর ভার্চুয়াল উপস্থিতিতে রাজ্যের ৩৭টি দপ্তরে এই নিয়োগপত্র দেওয়া হয়।
এদিন এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধি, রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*