গোপাল সিং, খোয়াই, ০৮ মার্চ || খোয়াই জেলা প্রশাসন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খোয়াইয়ের নতুন টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, বিধায়িকা কল্যাণী রায়, খোয়াই জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন, নারীরা যখন নেতৃত্ব দেন, তখন তারা কেবল বাধা ভেঙে ফেলেন না – তারা অন্যদের জন্য পথ তৈরি করেন। নারীরা অর্থনীতি, পরিবার এবং সমাজকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রকৃত ক্ষমতায়ন আসে আর্থিক সাক্ষরতা, পেশাদার বিকাশ এবং সমান সুযোগ প্রদানের মাধ্যমে। নারী শক্তি একটি শক্তিশালী, আত্মনির্ভর ভারতের পিছনে চালিকা শক্তি। বিধায়িকা কল্যাণী রায় নারীদের আহ্বান জানান ‘আসুন নারীদের শিক্ষিত, উন্নীত এবং ক্ষমতায়নের জন্য একসাথে কাজ করি’।
