বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৮ মার্চ || আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গন্ডাছড়া দ্বাদশের এনএসএস ইউনিটের মহতী কর্মসূচিকে কেন্দ্র করে গোটা মহকুমায় ব্যপক সাড়া পরিলক্ষিত হয়।
উল্লেখ্য, 8’ই মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস। ঐদিনটিকে যথাযোগ্য মর্যাদায় সম্মান জানিয়ে পালিত হচ্ছে গোটা বিশ্বে। তারই অঙ্গ হিসাবে গোটা রাজ্যের সাথে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএসইউ ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচি গুলির প্রথম পর্যয়ে শনিবার সকাল আটটায় গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা উক্ত বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সরকারি অফিসে যান। যেমন অঙ্গনওয়ারী সেন্টার, গন্ডাছড়া মহকুমা হাসপাতাল, মহকুমা থানা সহ অন্যান্য সরকারী বেসরকারি অফিসে। সব কয়টি অফিসের মহিলা কর্মীদের মধ্যে খাতা কলম এবং দিনটির মর্যাদা পূর্ণ কার্ড বিতরণ করেন এনএসএস”র ছাত্রীরা। বিভিন্ন অফিসের মহিলা কর্মীদের সঙ্গে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন ছাত্রীরা।