আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল || গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালন করা হয় ডঃ বি আর আম্বেদকরের ১৩৫’তম জন্মজয়ন্তী। সোমবার সকালে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের স্টেট মিউজিয়াম প্রাঙ্গণে আয়োজিত হয় রাজ্যের মূল অনুষ্ঠানটি। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী ডঃ বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে পুস্পার্ঘ অর্পণ করে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ডঃ বি আর আম্বেদকর ছিলেন একজন পন্ডিত, দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান আমাদের উপহার দিয়ে গেছেন। নিপীড়িত মানুষের জন্যে তিনি যেভাবে কাজ করেছেন, লড়াই করেছেন তা আজও সবাইকে অনুপ্রাণিত করে। মূখ্যমন্ত্রী বলেন, ২০২৩ সালে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে বিধানসভা ভবনের সামনে ডঃ বি আর আম্বেদকরের পুর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে।
এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রাণী সরকার, বিধায়ক কিশোর বর্মণ, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা জয়ন্ত দে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।