আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে || ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক্স-সার্ভিসম্যান ডিপার্টমেন্টের উদ্যোগে বৃহস্পতিবার ‘জয় হিন্দ যাত্রা’ অনুষ্ঠিত হয় আগরতলা শহরে। এই যাত্রা উৎসর্গ করা হয় ভারতীয় সেনাবাহিনীর সেই জওয়ানদের প্রতি, যারা পাকিস্তানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছেন।
রাজধানীর কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া যাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। যাত্রায় নেতৃত্ব দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। উপস্থিত ছিলেন বহু প্রাক্তন সেনা সদস্য, কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষ।
বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা সেনাবাহিনীর সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করেন। দেশপ্রেমের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বাতাস।
এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, “এই যাত্রা আমাদের পক্ষ থেকে সেনা জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক বিনম্র প্রয়াস। আমরা সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং দেশের নিরাপত্তার পক্ষে রয়েছি।”
প্রদেশ কংগ্রেস সভাপতি
আশিষ কুমার সাহা বলেন, “ভারতীয় সেনার অবদান অনস্বীকার্য। কংগ্রেস সর্বদা সেনার পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”
যাত্রা শেষ হয় উজ্জয়ন্ত প্রাসাদের কাছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে, যেখানে নেতারা জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরেন এবং সেনাবাহিনীর পাশে থাকার অঙ্গীকার করেন।