২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ ব্যাংকের ১০০ কোটি টাকার উপর মুনাফা অর্জন হয়েছেঃ চেয়ারম্যান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৯ মে || ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ২০২৪-২৫ অর্থ বছরে ১০০ কোটি টাকার উপর নিট মুনাফা অর্জন করেছে। শুক্রবার ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই তথ্য জানান।
এদিন তিনি আরো জানান, ব্যবসার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থ বছরে ১৩ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে মোট ১২ হাজার ৩৯৮ কোটি ৫৫ লক্ষ টাকার ব্যাবসা হয়েছিল। ২০২৪-২৫ অর্থ বছরে তা বেড়ে ১৪ হাজার ৮৫ কোটি ১৪ লক্ষ টাকা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, রাজ্যের গ্রামীণ অর্থনৈতিক বিকাশে গ্রামীণ ব্যাংকের এক বিশেষ ভূমিকা রয়েছে। গ্রামীণ ব্যাংক বিশেষ করে কৃষি এবং স্বসহায়ক দলগুলির জন্য বিশেষ ভাবে কাজ করছে বলে তিনি জানান। গ্রামীণ ব্যাংকের সিডি রেশিও ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় সামান্য কমেছে। বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে গ্রামীণ ব্যাংকের ৩৯টি এটিএম রয়েছে। এরমধ্যে ২৫টি গ্রামীণ এলাকায়, ১৭টি আধা শহর এবং ২টি শহর এলাকায় রয়েছে। রাজ্যে গ্রামীণ ব্যাংকের মোট ১৫০টি শাখা রয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*