আপডেট প্রতিনিধি, আগরতলা, ৯ মে || নব অঙ্গীকার সামাজিক সংস্থার ৪৮’তম প্রতিষ্ঠাতা দিবস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪’তম জন্ম দিবস উপলক্ষে গত এক সপ্তাহ ব্যাপী যুব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্থার উদ্যোগে বসেআঁকো প্রতিযোগিতা ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা করা হয়। জানা যায়, প্রায় ১৮০ জনের উপরে এই সুবিধা নেয়।
এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪’তম জন্ম দিবস উপলক্ষে শহরে এক প্রভাতফেরী করা হয়।
সন্ধ্যায় পাড়ার বয়স্ক ও ডাক্তারদেরকে সম্বর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি তিনজন বলিষ্ঠ শিক্ষক এবং সমাজসেবীকে সম্বর্ধনা প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ৪০নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব, শহর দক্ষিণ অঞ্চলের ক্লাব কমিটির সভাপতি জয়ন্ত চৌধুরী উপস্থিত ছিলেন।