আপডেট প্রতিনিধি, আগরতলা, ৯ মে || আগরতলা পুর নিগমের ৩৯’তম পুর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল শুক্রবার সন্ধ্যায়। এদিন ৩৯নং পুর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব, আইনজীবী অমিতাভ রায় বর্মণ এবং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়।
অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে কর্পোরেটর অলোক রায় বলেন, শিশুদের মনে রবীন্দ্র চেতনা বিকশিত করার লক্ষ্যেই এই আয়োজন। পাশাপাশি সাংস্কৃতিক চেতনা বোধের লক্ষ্যেই অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান।
প্রধান অতিথির ভাষণে আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান সময়ে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক। তার চিন্তা চেতনা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেবার লক্ষ্যেই কাজ করছে প্রশাসন। পাশাপাশি ৩৯নং পুর ওয়ার্ড যে উদ্যোগ গ্রহণ করেছে তাকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানকে ঘিরে আয়োজিত বিভিন্ন সংস্কৃতি প্রতিযোগিতায় অংশ বিজয়ী এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ প্রত্যেকে। পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে এলাকার সাধারণ মানুষ ও সাংস্কৃতিক প্রেমীদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।