আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || পেহেলগামে নৃশংস জঙ্গি হামলার পাল্টা জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার আগরতলায় এক বিশাল তেরঙ্গা র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি শুরু হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এবং শেষ হয় প্যারাডাইস চৌমুহনীতে এসে। র্যালীতে জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। শহরজুড়ে দেশপ্রেমের আবেগে ভরে ওঠে পরিবেশ।
এই র্যালীতে নেতৃত্ব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী, শুক্লা চরণ নোয়াতিয়া সহ বহু বিশিষ্টজন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সেনারা প্রমাণ করেছে যে ভারত কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। অপারেশন সিঁদুর তার প্রকৃষ্ট উদাহরণ।”
তিনি আরও বলেন, “আজকের এই র্যালী শুধুমাত্র কৃতজ্ঞতা জানানো নয়, এটি ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক।”
র্যালীতে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যেমন শিল্পী, খেলোয়াড়, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক। তাঁদের হাতে ছিল পোস্টার ও ব্যানার, যাতে লেখা ছিল ‘ভারত মাতা কি জয়’, ‘সেনার গর্ব, দেশের গর্ব’।
শেষে, পারাডাইস চৌমুহনীতে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।