নেশা বিরোধী অভিযান চালিয়ে বেশকিছু মদ ও গাঁজা উদ্ধার করে পুলিশ


আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || বুধবার এক নেশা বিরোধী অভিযান চালিয়ে বেশকিছু মদ ও গাঁজা উদ্ধার করে। এদিন রাজধানীর শ্রীনগর থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালায় আমতলী -খয়েরপুর বাইপাস সহ মলয়নগর এলাকায়। এই অভিযানে প্রায় ৫০ হাজার টাকার মদ ও গাঁজা উদ্ধার করে পুলিশ।
আমতলী এস ডি পি ও, আমতলী থানার ওসি, শ্রীনগর থানার পুলিশ সহ টি এস আর যৌথভাবে এই অভিযান চালায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*