শতভাগ সাফল্য অর্জন করে রেকর্ড গড়লো শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল স্কুল, অনুষ্ঠিত হলো সংবর্ধনা ও রক্তদান শিবির

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ১৬ মে || চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে কৈলাসহরের শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল স্কুল এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাশ করে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ছাত্রছাত্রীদের এই অসাধারণ সাফল্য উদযাপন করতে শুক্রবার স্কুলে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। তিনি নিজের হাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন।
এদিন তিনি বলেন, “এই সাফল্য ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং স্কুল কর্তৃপক্ষের সম্মিলিত প্রয়াসের ফল। আমরা গর্বিত।”
একই দিনে, ত্রিপুরা সরকারের নির্দেশে রক্তস্বল্পতা রোধে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এতে মোট ২৪ জন রক্তদান করেন, যাঁদের মধ্যে একজন ছিলেন মহিলা।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, জেলাশাসক দিলীপ কুমার চাকমা, চেয়ারপার্সন চপলা রানী দেব রায় সহ অন্যান্য আধিকারিকরা।
মন্ত্রী রক্তদাতাদের উৎসাহ দিয়ে বলেন, “এ ধরনের সামাজিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসা উচিত।”
এই উপলক্ষে “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের অংশ হিসেবে এক সচেতনতামূলক ডকুমেন্টারি উদ্বোধন করেন মন্ত্রী।
বক্তৃতায় তিনি বাল্যবিবাহ ও টিনেজ প্রেগনেন্সি প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি আরও বলেন, “ত্রিপুরা রাজ্যে বর্তমানে ৭৭ হাজার দিব্যাংগ শিশু UID কার্ডধারী, যা সমাজের জন্য এক বড় চ্যালেঞ্জ।”
এই দিনটির মধ্যে দিয়ে কৈলাসহর দেখালো, কীভাবে শিক্ষা ও সামাজিক দায়িত্ব একসাথে হাত ধরাধরি করে এগিয়ে যেতে পারে। স্কুলের এই অর্জন এবং সমাজকল্যাণমূলক কর্মসূচি রাজ্যের অন্য প্রতিষ্ঠানগুলির জন্য একটি প্রেরণা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*