জিরানিয়ায় তৈরি হচ্ছে আধুনিক অ্যাডভেঞ্চার পার্ক, চলছে জমি অধিগ্রহণের প্রক্রিয়া

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || ত্রিপুরার পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করতে জিরানিয়া এলাকায় গড়ে তোলা হচ্ছে দুটি অত্যাধুনিক অ্যাডভেঞ্চার পার্ক। এই দুটি পার্ক নির্মিত হবে আলাদা থিমে – একটি ইকো ট্যুরিজম পার্ক এবং অন্যটি নিকো পার্ক। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।
এই প্রকল্পকে ঘিরে শুক্রবার নিজ নির্বাচনী কেন্দ্র জিরানিয়ায় এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ত্রিপুরা সরকারের পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পার্ক গড়ে তোলার পরিকল্পনা, কাঠামো এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায়।
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, এই পার্কগুলি শুধু পর্যটনের প্রসার নয়, স্থানীয় যুব সমাজের কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি দ্রুত জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দেন এবং এই কাজে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার উপর জোর দেন।
ইকো ট্যুরিজম পার্কে প্রাকৃতিক পরিবেশকে ঘিরে বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা রাখা হবে। অন্যদিকে, নিকো পার্কে থাকবে নানা ধরনের থিম রাইড, শিশুবান্ধব আকর্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা।
ত্রিপুরা সরকার রাজ্যকে পর্যটনবান্ধব রাজ্যে পরিণত করার যে উদ্যোগ নিয়েছে, এই প্রকল্প তারই একটি বড় উদাহরণ। এই অ্যাডভেঞ্চার পার্কগুলি বাস্তবায়িত হলে, জিরানিয়া রাজ্যের অন্যতম বড় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে এবং অন্যান্য জেলায়ও একই ধরনের উদ্যোগের পথ খুলে যাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*