আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || আগরতলা দুর্গা চৌমুহনী ফ্ল্যাট থেকে তরুণী গৃহবধূর রক্তাক্ত মৃত দেহ উদ্ধারের মামলায় আটক একই ফ্ল্যাটের এক যুবক। তার নাম সুশান্ত রায়। পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ এখনও এই বিষয়ে মুখ খুলেনি। তবে এই ঘটনার পেছনে যে গভীর রহস্য লুকিয়ে আছে তা প্রথমদিনই টের পেয়েছিলেন তদন্তকারী পুলিশ। গত বৃহস্পতিবার এক সন্তানের জননী অনামিকা আচার্যের মৃত দেহ উদ্ধার হয়েছিল আগরতলা দুর্গা চৌমুহনী ফ্ল্যাট থেকে।