প্রতিষ্ঠা দিবসে টেরেসার উদ্যোগে রক্তদান শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || আগরতলা টেরিজা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের পদ্মশ্রী সন্মানে ভূষিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুনাদয় সাহা, আগরতলা বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক পরম পূজনীয় স্বামী শুভকরানন্দ মহারাজী সহ প্রতিষ্ঠানের দুই কর্ণধার ডাঃ অচিন্ত্য ভট্টাচার্য ও আশিস সেন।
টেরেসার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরিচালন কর্তৃপক্ষ প্রতিবছর রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। রক্তদান শিবিরে রোটারি ক্লাব অব আগরতলা সিটির সদস্যগণও রক্তদান সহ সার্বিক সহযোগিতা করেছেন।
অনুষ্ঠানে রক্তদানের তাৎপর্য ও টেরিজা ডায়াগনস্টিক সেন্টারের প্রাতিষ্ঠানিক সাফল্যের বিষয়ে আলোকপাত করে সংক্ষিপ্ত আলোচনা রাখেন মেয়র।
এদিন মেয়র দীপক মজুমদার তাঁর সংক্ষিপ্ত ভাষণে রাজ্যের চিকিৎসা পরিষেবার জগতে টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের ভূমিকা ও অবদানের কথা উল্লেখ করে বলেছেন, এই প্রতিষ্ঠান গত ২৭ বছরে রাজ্যবাসীর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে। রাজ্যে এরকম রোগ নির্ণয় কেন্দ্র আরো রয়েছে। কিন্তু গুনগত পরিষেবার প্রশ্নে টেরেসা একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান।
প্রফেসর অরুনোদয় সাহা ও স্বামী শুভকরানন্দ মহারাজ টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের উন্নত মানের পরিষেবার জন্য উচ্চ প্রশংসা করে উজ্জ্বলতর ভবিষ্যৎ কামনা করেছেন।
প্রতিষ্ঠানের কর্ণধার ডাঃ অচিন্ত্য ভট্টাচার্য টেরেসার কর্মকান্ডের উল্লেখ করে বলেছেন, বর্তমানে টেরেসার পরিষেবা ত্রিপুরার গণ্ডি পেরিয়ে শিলচরে পৌঁছে গেছে।। গত দুই মার্চ শিলচরে বৃহৎ পরিসরে পরিষেবা শুরু হয়েছে। আগামী জুন থেকে আগরতলায় একটি নতুন পলিক্লিনিক শুরু হবে – যেখানে কলকাতার বিশিষ্ট সুপার স্পেশালিস্ট চিকিৎসকগণ নিয়মিত পরিষেবা প্রদান করবেন। এছাড়া একটি পূর্ণাঙ্গ ডায়ালিসিস কেন্দ্র চালু করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের ডাঃ ভট্টাচার্য ঘোষণা দিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে টেরেসায় সেনাপরিবারের রোগ নির্ণয়ে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করেছেন টেরেসার কর্ণধার আশিষ সেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*