আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || গত ২২শে এপ্রিল কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত পাল্টা পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীদের উপর হামলা চালিয়েছিল। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল সিন্দুর। সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তান যখন ভারতের উপর পাল্টা হামলা শুরু করে, তখন পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তুর্কি, চীন ও আজরবাইজান।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তুর্কি, চীন ও আজরবাইজানের পন্য বয়কট সহ সেই দেশগুলোতে না যাওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন স্বদেশী জাগরণ মঞ্চ। শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে হাতে প্রেকার্ড নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন কিরে তারা।