গ্ৰীস্মকালীন ক্রীড়া শিবির হতে যাচ্ছে ২০ই মে থেকে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || রাজ্যের বিদ্যালয় গুলোতে গ্ৰীস্মকালীন ছুটি চলছে। ছাত্রছাত্রীরা এই ছুটিতে যাতে অন্যদিকে মনোনিবেশ না করে, সেই লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক গ্ৰীস্মকালীন ক্রীড়া শিবির আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাশন। রাজ্যের মধ্যে এই প্রথম দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের উদ্যোগে গ্ৰীস্মকালীন ক্রীড়া শিবিরের আয়োজন করা হচ্ছে। সহযোগিতায় থাকবে যুব কল্যাণ ও ক্রিড়া বিষয়ক দপ্তর এবং দক্ষিণ জিলা পরিষদ।
নেশা মুক্ত ও বাল্যবিবাহ প্রথা মুক্ত সমাজ গড়ে তোলা সহ প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার উদ্দেশ্য নিয়ে যুবক যুবতীদের নিয়ে এই শিবির। আগামী ২০ই মে থেকে শুরু হচ্ছে এই শিবির। তা চলবে ৭ই জুন পর্যন্ত। দক্ষিণ জেলার প্রতিটি ব্লকের মোট পঞ্চান্নটি জায়গায় এই শিবির অনুষ্ঠিত হবে। প্রতিটি এলাকার অংশগ্রহণকারী যুবক যুবতীদের চাহিদা অনুযায়ী এই ক্রীড়া শিবির অনুষ্ঠিত হবে। ফুটবল, বলিবল, কবাডি, খো খো, ক্রিকেট সহ আরো বিভিন্ন ইভেন্ট নিয়ে গ্ৰীস্মকালীন ক্রীড়া শিবির অনুষ্ঠিত হবে । ক্রীড়া শিবিরে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইকৃত ভালো খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবে ক্রীড়া দপ্তর ও জেলা প্রশাসন শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে গ্ৰীস্মকালীন ক্রীড়া শিবিরের বিস্তৃত তথ্য তুলে ধরেন জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি। শনিবার সকাল সাড়ে এগারোটায় সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় দক্ষিণ জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে। সাথে ছিলেন যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা মিহির শীল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ট আধিকারিক প্রমোদ ভট্টাচার্য্য ও অতিরিক্ত জেলা শাসক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*