আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || কেন্দ্রীয় পশুপালন ও দুগ্ধ মন্ত্রী রাজীব রঞ্জন সিংয়ের উপস্থিতিতে শনিবার বামুটিয়ায় ৪০ হাজার লিটার দুধ ও দুগ্ধজাত দ্রব্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন ক্ষমতাসম্পন্ন ডেয়ারি ইউনিট-২ এর উদ্বোধন করা হয়। ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট এর অধীনে এই দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় পশুপালন ও দুগ্ধ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রফেসর এস পি সিং বাঘেল, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, বিধায়ক মীনা রাণী সরকার, গোমতী ডেয়ারির চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে মাছ, মাংস, দুধ ও ডিমে স্বয়ম্ভর করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। তিনি বলেন, আজ যে ডেয়ারি ইউনিট চালু হয়েছে এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলেন, আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটা আনন্দের দিন। বামুটিয়ায় যুক্ত হলো আরো একটি পালক। আমি এই প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে বিভিন্ন সময়ে খোঁজখবর নিয়েছি।