দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩১ অক্টোবর ।। ভারতের প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩১তম মৃত্যু দিবসে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যেও প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে কংগ্রেস। কংগ্রেসের সদর কার্যালয়ে নেতা নেত্রী, কর্মীরা পুস্পাঞ্জলী অর্পণ করে শ্রদ্ধা জানায়। উল্যেখ্য, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসকে বলিদান দিবস রুপে পালন করে কংগ্রেস।