দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ ডিসেম্বর ।। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনের গতিপথ রুদ্ধ করে দিয়েছে প্রতিবন্ধকতা, জীবনানন্দের মুহূর্তের উপলব্ধি সেই সব মানুষদের জন্য নিতান্তই পীড়াদায়ক। প্রতিবন্ধকতাকে জয় করে প্রতিবন্ধি মানুষদের মধ্যেই দেখা গেছে দূরন্ত কীর্তির স্বাক্ষর রাখতে। সমাজের বোঝা নয় – ওরা আমাদেরই একজন সেই মানষিকতা ব্যপ্তীতেই প্রতিবন্ধি মানুষদের জীবনের কষ্ট লাঘব সম্ভব। বিশ্বজুড়ে সেই চিরন্তন বার্তাতেই পালিত হয়ে আসছে বিশ্ব প্রতিবন্ধি দিবস। ৩রা ডিসেম্বর প্রতিবছরের ন্যায় এবারেও গোটা পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে বিশ্ব প্রতিবন্ধি দিবস। প্রতিবন্ধিরাই পৃথিবীর বুকে আনন্দ অনুষ্ঠানে অংশ নিয়েছে ৩রা ডিসেম্বর। বিশ্ব প্রতিবন্ধি দিবসে রাজ্যেও পালিত হয়েছে নানা অনুষ্ঠান। ত্রিপুরা সর্বশিক্ষা মিশন সহ বিভিন্ন সংস্থা প্রতিবন্ধি দিবসে নাচ, গান, অঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে – প্রতিবন্ধিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। ৩রা ডিসেম্বর ২০১৫-র প্রতিবন্ধি দিবসের শ্লোগান হচ্ছে – INCLUSION MATTERS! ACCESS AND EMPOWERMENT FOR PEOPLE OF ALL ABILITIES.