স্পোর্টস ডেস্ক ।। বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। সারা ভারতে ক্ষোভের আগুন জ্বলে উঠে। দোষ কার ঘারে চাপাবে বিসিসিআই, কোচ নাকি খেলোয়াড়দের ওপর? চিরাচরিত নিয়ম- দল জিতলে খেলোয়াড়রা ভালো খেলে জিতেছে। আর হারলে সব দোষ বর্তায় কোচের ওপর!
হ্যাঁ, ভারতীয় ক্রিকেট বোর্ডও সেই চিরন্তন নিয়ম মানার দিকেই এগোচ্ছে। শিরোপা জিততে না পারার ক্ষোভ কোচের ওপরই ঝাড়তে চাইছেন বোর্ডের কর্মকর্তারা। তা না হলে কি আর নতুন কোচের সন্ধানে নামেন তারা। যদি তা-ই হয়, তাহলে কপাল পুড়তে যাচ্ছে ভারতের বর্তমান কোচ ডানকান ফ্লেচারের।
এ বিষয়ে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ফ্লেচারের সঙ্গে হয়তো চুক্তি নবায়ণ করা হচ্ছে না। কেননা বোর্ড তার সঙ্গে চুক্তি নবায়ণে আগ্রহ প্রকাশ করছে না। নতুন কোচ খোঁজার কাজটি খুব দ্রুতই হাতে নেওয়া হচ্ছে।’
এ কথায় প্রতীয়মান হয় যে, ভারতের বর্তমান কোচের চাকরিটা হারানো বোধ হয় সময়ের ব্যাপার মাত্র। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে।