তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। কোন দেশের অধিবাসীরা সবথেকে বেশি স্পিডের ইন্টারনেটের সুবিধা উপভোগ করেন তা জানা না থাকলেও এবার জানবেন সে দেশের নাম।
অতি সাম্প্রতি মার্কিন সংস্থা আকাইমাই ‘দ্য স্টেট অব দ্য ইন্টারনেট’ নামক এক প্রতিবেদনে ইন্টারনেট সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে৷ সেখানে দেখা গেছে, ইন্টারনেট গতির দিক থেকে বিশ্বের ১ নম্বর দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া৷
দেশটিতে গড়ে ২২.২ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পান শহরবাসীরা৷ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হংকং৷ সেখানে গড়ে ১৬.৮ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা হয়৷
১৫.২ এমবিপিএস গতির ইন্টারনেট নিয়ে জাপানের স্থান তৃতীয়৷ তালিকায় ভারতের স্থান ১১৬ তম৷
ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে ২ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার হয়৷