তারায়-তারায় ডেস্ক ।। অভিনয় আর সুরের জাদুতে দর্শকদের মন কেড়ে খ্যান্ত না হয়ে এবার শব্দের ছন্দ দিয়ে কবিতা লিখে কবি হয়ে দর্শকদের হৃদয় কারলেন বলিউডের বিগ-বি খ্যাত সুপারস্টার অমিতাভ।
সম্প্রতি ট্যুইটারে তার ফ্যানদের জন্য একটি কবিতা পোস্ট করেছেন অমিতাভ।
সর্বদাই ফ্যানদের জন্য নতুন কিছু চমক দিয়ে থাকেন বিগ-বি। সম্প্রতি ‘ইন্ডিয়া বাই দি নীল ফ্যাস্টিভেল-২০১৫’ উদ্বোধনে মিশরে গিয়েছেন তিনি। নীলনদের দেশে এই উৎসবের মাধ্যমে সংস্কৃতির আদান-প্রদান হয়। যেখানে সমকালীন এবং ঐতিহ্যবাহী গান, নাচ, নাটক, শিল্পকলা, খাবার এবং সাহিত্যের চর্চার হয়ে থাকে। আর এই পরিবেশের মধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করলেন তিনি। লিখে ফেললেন কবিতা।
‘শমিতাভ’-এর পর এবার ইমোশনের গল্প দিয়ে তৈরি ‘পিকু’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এখানে অমিতাভের মেয়ের চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। এছাড়া দেখা যাবে ইরফান খানকে।