গোপাল সিং, খোয়াই, ৬ মে ।। খোয়াই এর দুটি কেন্দ্রে জয়ী সিপিআই(এম) প্রার্থীরা। সকাল সাড়ে এগারোটার মধ্যেই ৮ম এডিসি নির্বানের খোয়াইয়ের স্পষ্ট চিত্র হাতে এসে পড়ে। ৯ হালাহালি-আশারামবাড়ী কেন্দ্রে জয়ী হয়েছেন সিপিআই(এম) প্রার্থী গুরুপদ দেববর্মা। তিনি পেয়েছেন ১৫৭১৪ ভোট। তিনি নিকটবর্তী প্রতিদ্বন্দি থেকে ১১৩৬৭ ভোটে জয়ী হয়েছেন। অপরদিকে ১২ রামচন্দ্রঘাট কেন্দ্রের হেভিওয়েট সিপিআই(এম) প্রার্থী পেয়েছেন ১২০৩৬ ভোট। তিনি উনার নিকটবর্তী প্রতিদ্বন্দি থেকে ৫৬৩৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। খোয়াইয়ের দুটি আসনের ফলাফল ঘোষনা হতেই সিপিআই(এম) কর্মী-সমর্থকরা বিজয়ী প্রার্থীদের মালা দিয়ে বরন করে নেন। চলছে বিজয় উল্লাস।