ভূমিকম্পে বিহারে মৃত ১৬, পশ্চিমবঙ্গে মৃত ১, নেপালে মৃত ৩৬

gjজাতীয় ডেস্ক ।। ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। কেঁপে উঠল গোটা পশ্চিমবঙ্গও। রিখটর স্কেলে ৭.৪ ভূমিকম্পের উত্সস্থল আবারও নেপাল। মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ নাগাদ কেঁপে ওঠে নেপাল সহ গোটা উত্তর-পূর্ব ভারত। ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে কেন্দ্রস্থল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কখনও বিবিসি আবার কখনও সংবাদ সংস্থার প্রতিবেদনে উঠে আসছে মৃত্যুর খবর। 
১২টা ৩৫-এর পর থেকে ক্রমাগত অনুভূত হচ্ছে আফটার শক। নেপাল, চিন, উত্তর ভারত, পূর্ব ভারতে মাঝে মাঝেই অনুভূত হচ্ছে আফটার শক। হঠাত্‍ কম্পনে আতঙ্ক ছড়িয়েছে কলকাতায়। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো।
আধ ঘণ্টার মধ্যে ২ বার কেঁপে উঠেছে নেপাল। প্রথমবার ১২ টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয়বার ১ টা ৬ মিনিটে আবার ভূমিকম্প হয়। ভূমিকম্পে নেপালে এখনও পর্যন্ত মারা গেছেন ৪ জন। নেপালের চৌতারাতে ভেঙে পড়েছে একটি বহুতল।
জখম হয়েছেন ৩০০ জনের বেশি মানুষ।
ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লি, বাংলা, চেন্নাই সহ উত্তর ও পূর্ব ভারত।
ভূমিকম্পে বিহারে মৃত ১০। বিহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। বিবিসি সংবাদ সূত্রের খবর অনুযায়ী নেপালে মৃতের সংখ্যা ১৪। ভারতীয় দৈনিক দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী নেপালে এখনও পর্যন্ত মৃত ১৯। ভূমিকম্পে রাজ্যে মৃত এক। মুর্শিদাবাদ জেলায় ভুমিকম্পের আতঙ্কে ঘর থেকে বেরোতে গিয়ে হোঁচট খেয়ে মৃত্যু হয় এক জনের। নেপালে মৃতের সংখ্যা এক লাফে ৩৬। বিহারে মৃত আরও ২।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*