গোপাল সিং, খোয়াই, ১২ মে ।। হাসপাতালের অভ্যন্তর জীবানু মুক্ত করতে এবং বাহ্যিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডেষ্ট্রয় মেশিনের জুরি মেলা ভার। কিন্তু রাজ্য সরকারের অন্যান্য সুফলপ্রদ উদ্যোগের মতোই কর্মসংস্কৃতিহীন একাংশ কর্মীদের বদান্যতায় এই পরিকল্পনাও যে আপাতত ভেস্তে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখেনা। খোয়াই জেলা হাসপাতালে লক্ষ-লক্ষ টাকা খরচে নির্মিত ডাষ্টবিন যেমন কোন কাজে আসছে না, তেমনি বিপুল পরিমান অর্থ ব্যায়ে হাসপাতালের ডেষ্ট্রয় মেশিন শুধু সাক্ষীগোপাল হয়ে দাঁড়িয়ে আছে। অথচ রোগীদের ব্যবহার করা সেলাইনের বোতল, খালি সিরিঞ্জ সহ অন্যান্য অপ্রয়োজনীয় সামগ্রী নিমিশে তরলে রূপান্তকারী অত্যাধুনিক যন্ত্রাংশ পরিত্যাক্ত অবস্থায় হাসপাতালের কোনায় পড়ে থাকতে দেখা যায়। অথচ হাসপাতালে ব্যবহৃত ওষুধের বোতল, খালি সিরিঞ্জ ও সেলাইনের বোতল বাজারে বিক্রি করার ফলে রোগ-জীবানু ছড়িয়ে যেন না পরে সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে খোয়াই জেলা হাসপাতালের জন্য ডেষ্ট্রয় মেশিন ক্রয় করা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় সেটিও বেওয়ারিশ অবস্থায় পড়ে আছে। যেখানে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে প্রতি মাসে একবার নিয়ম করে হাসপাতাল পরিদর্শন করার কথা, সেখানেও বিরাট ঘাটতি থেকে যাচ্ছে। তারপরও জনগন আশাবাদী স্বাস্থ্য দপ্তর এবিষয়ে নজর দেবে এবং খোয়াই জেলা হাসপাতালেও কর্মসংস্কৃতি ফিরে আসবে।