দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২২ জুলাই ।। শহরের বুকে জয়নগরস্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুলের সংস্কার হয়েছে বিশাল অর্থ খরচ করে। সুদৃশ্য দালান বাড়ীতেই পড়াশুনা করছে পড়ুয়ারা। ডঃ বি আর আম্বেদকর স্কুলের অভ্যন্তরে কে বা কারা তান্ডব চালিয়ে টয়লেটের জলের টেপ, মুখ ধোয়ার বেসিন ভেঙ্গে দেয়ার ঘটনায় অনেকেই সন্দেহ করছেন সূর্য অস্তমিত হতেই স্কুলে বখাটেদের প্রবেশ হচ্ছে যার পরিনতি এই ভাংচুর। ঘনবসতির মধ্যে অবস্থিত জয়নগরস্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুলের এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ালেও স্কুল কর্তৃপক্ষ ঘটনার অনুসন্ধানে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা জানা যায়নি।