আন্তর্জাতিক ডেস্ক ।। অল্পের জন্য রক্ষা পেল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল বিকেলে (ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে চারটে) লাস ভেগাসের ম্যাকারান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে সবে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ২২৭৬। রানওয়েতে যখন সেটি দৌড় শুরু করেছে, তখনই আচমকা বিমানের বাঁদিকের ডানার ইঞ্জিনে আগুন লেগে যায়। বিমানটিতে সেই সময় ১৫৯ যাত্রী ও ১৩ জন বিমানকর্মী।
বিমানের ডানা থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বেরোতে থাকে। প্রায় সঙ্গে সঙ্গে আগুনের গ্রাসে চলে যায় গোটা ডানাটি। ভিতরে থাকা যাত্রীদের অত্যন্ত দ্রততার সঙ্গে ইমার্জেন্সি দরজা দিয়ে নামিয়ে আনা হয়। টারম্যাক দিয়ে দৌড়ে কোনওমতে প্রাণে বাঁচেন তাঁরা। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন ১৪ জন সামান্য আঘাতও পান। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দমকলের ৫০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিমানবন্দরে থাকা দমকল-বাহিনী ঘটনার দু-মিনিটের মধ্যেই কাজে লেগে পড়েন। তিন মিনিটের মধ্যেই বিমানের সকল যাত্রীদের নামিয়ে আনেন তাঁরা। তাঁদের এই তৎপরতার জন্য কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, এই ঘটনার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে মার্কিন অসামরিক বিমান চলাচল সংস্থা। যে বিমানটিতে এদিন আগুন ধরে যায়, তা মার্কিন সংস্থা বোয়িং-এর তৈরি। ২৫৭-আসন বিশিষ্ট বিমানটি ৭৭৭ মডেলের। এই ঘটনায় ব্রিটিশ এয়ারওয়েজের তরফে জানানো হয়েছে যে, যান্ত্রিক গোলযোগের কারণেই আগুন ধরেছে।