নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ।। আসাম আগরতলা জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বিপর্যস্ত হয়ে পড়ায় রাজ্যে পন্য সঙ্কট দেখা দেয়। চূড়াইবাড়ি সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা লরিগুলোতে লক্ষ লক্ষ টাকার পচনশীল জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। অনাহারে চরম দুর্ভোগে পাহাড়ে দিন কাটাচ্ছে লরি চালকরা। অবশেষে রাজ্যজুড়ে চরম পন্য সঙ্কট দেখা দেয়ায় শুক্রবার থেকে পন্য পরিবহনের জন্য খুলে দেয়া হল এন ই সি রোড। আগামী এক মাসের জন্য অস্থায়ীভাবে এন ই সি রোড পন্য পরিবহনের জন্য খুলে দেয়া হয়েছে। সূত্রে খবর, অস্থায়ীভাবে ট্যাক্স সংগ্রহ বিভাগ ও নিরাপত্তা বাহিনীর তাঁবু তৈরি করা হবে।