নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ।। সারা দেশের সঙ্গে শুক্রবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল মুসলীম ধর্মালম্বীদের পবিত্র উৎসব ঈদ-উদ-জোহা । সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুসলমান ধর্মালম্বীরা বিভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় সহ নানা ধর্মীয় আচারন আচরন করা হয়। ঈদকে কেন্দ্র করে মসজিদগুলোকে সাজিয়ে তোলা হয়। ঈদের নামাজ আদায়ের পর শুভেচ্ছা বিনিময় করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর শিবনগরস্থিত গেদু মিঞা মসজিদের ঈদ গাহ ময়দানে। ঈদের নামাজ পরিচালনা করেন মৌলানা আব্দুল রহমান ও মইনুল হক। ঈদকে কেন্দ্র করে মুসলিম ধর্মালম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।