জাতীয় ডেস্ক ।। ফের বিপাকে নেসলে৷ এবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ল্যাকটোজেনের প্যাকেটে মিলল জ্যান্ত পোকা৷ সন্দেহজনক একটি দোকানে হানা দিয়ে শিশু খাদ্য ল্যাকটোজেনের প্যাকেট সিল করল খাদ্য ও ড্রাগ বিভাগের আধিকারিকরা৷ শচিন শর্মা এবং মীনু শর্মা কয়েক দিন আগে তাঁদের সন্তানের জন্য বেশ কিছু ল্যাকটোজেন পাউডারের বক্স কিনেছিলেন। এর মধ্যে একটি প্যাকেট শেষও হয়ে গিয়েছে৷ দ্বিতীয় প্যাকেটটি খুলতেই আতকে উঠেন তাঁরা। পাউডারের মধ্যে জ্যান্ত পোকা ঘুরে বেড়াতে দেখেন ওই দম্পতি। এর পরই বিষয়টি নিয়ে খাদ্য বিভাগে অভিযোগ জানান তাঁরা। অভিযোগ পেয়েই ওই দোকানে হানা দেন খাদ্য ও ড্রাগ বিভাগের আধিকারিকরা। সমস্ত ল্যাকটোজেন প্যাকেট সিল করে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়৷ ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত আজিনামোটো ও সীসা মেলার পর এমনিতেই সমস্যায় রয়েছে নেসলে ইন্ডিয়া। ল্যাকটোজেনের প্যাকেটে পোকা মেলার পর নতুন করে সমস্যায় জড়াল নেসল।