নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ।। শনিবার গ্লাসগোতে বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ফাইন্যাল রাউন্ডে পদক হাতছাড়া হল রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারের। আসরের ফাইন্যাল রাউন্ডে ৫ম স্থান দখল করে তাঁর লড়াই শেষ করল দীপা। মূলপর্বে সে ১৪.৬৮৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে এখনও তাঁর কাছে রিও অলিম্পিকে যাওয়ার সুযোগ রয়েছে। দীপা ওয়াইল্ড কার্ড অর্জন করতে পারলে রিও অলিম্পিকে যোগ দেয়ার সুযোগ রয়েছে দীপা কর্মকারের।