নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ।। বিজ্ঞানের যুগে জীবনের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে – প্রত্যেকেই গতির সঙ্গে মানিয়ে নেয়ার প্রচেষ্টায় লিপ্ত। সাবেকী পদ্ধতির জায়গায় পরিবর্তন প্রায় প্রাত্যহিক হয়ে দাঁড়িয়েছে। সেই সূত্র ধরেই রাজ্য CPI(M) এ যুক্ত হল যুগের সঙ্গে তাল মিলিয়ে নব প্রযুক্তি। শনিবার রাতে রাজধানীর CPI(M) সদর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধানসভার উপাদক্ষ্য পবিত্র কর বোতাম টিপে CPIM West Tripura District Committee নামে ফেসবুকে পাতা খুলে এই নব প্রযুক্তির সূচনা করেন। CPI(M) সদর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, সদর মহকুমা সম্পাদক শুভাশিষ গাঙ্গুলি সহ আরো অনেকে।