শুভ্র দে, চূড়াইবাড়ি, ০৩ নভেম্বর ।। সরকারী ন্যায্য মূল্যের দোকানে আটার বস্তায় পোকা। ঊনকোটি জেলার পেচারথল ব্লকের প্রায় কয়েকটি ন্যায্য মূল্যের দোকানেই এখন পোকাযুক্ত নোংরা আটা প্রদান করছে গ্রাহকদের। নবীনছড়া এলাকার ১নং ন্যায্য মূল্যের দোকানের ডিলার নিবদবরন চাকমা, ২নং ন্যায্য মূল্যের দোকানের ডিলার প্রিয়বরণ চাকমা এবং উত্তর ধনিছড়া ADC ভিলেজের ন্যায্য মূল্যের দোকানের ডিলার শিলা চাকমার কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। গ্রাহকদের অভিযোগ দীর্ঘ দিন ধরেই এই সব সরকারী ন্যায্য মূল্যের দোকানে চাল, আটা, চিনি ইত্যাদি অনুপযোগ্য খাদ্য সর্বরাহ করে আসছে।