শুভ্র দে, চূড়াইবাড়ি, ০৪ নভেম্বর ।। ২০ বছরের ফেরার আসামীকে গ্রেফতার করল চূড়াইবাড়ি থানার পুলিশ। জানাযায়, ১৯৯১ সালে চূড়াইবাড়ি থানাধীন ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাসুক মিয়া (৫১) ভিন্ন সম্প্রদায়ের এই যুবতিকে নিয়ে বাংলাদেশ পালিয়ে যায়। তখন মেয়েটি নাবালিকা ছিল। নাবালিকার পরিবার থেকে তখন ভারতীয় দন্ডবিধীর ৩৬৬/১১৪ ধারায় চূড়াইবাড়ি থানায় মামলা নতিভূক্ত করে। তারপর দীর্ঘ ২০ বছর অতিক্রম হওয়ার পর মাসুক মিয়া দেশে ফিয়ে। কিন্তু আগে থেকেই খবর পেয়ে গত ১ নভেম্বর রাত ৮টা নাগাদ চূড়াইবাড়ি থানার ASI বিষ্ণুপদ ঘোষ পুলিশ বাহিনী নিয়ে পানিসাগর এলাকা থেকে অভিযুক্ত মাসুক মিয়াকে গ্রেফতার করে।