রাজধানীর ৩টি রেষ্টুরেন্টে থেকে আটক হল ৩৪ জন বেআইনি কার্যকলাপে লিপ্ত যুবক যুবতী

ছবি – হোয়াটস অ্যাপ প্রতিনিধি।
ছবি – হোয়াটস অ্যাপ প্রতিনিধি।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ।। রবিবার সকালে রাজধানীর ৩টি রেষ্টুরেন্টে থেকে আটক হল ৩৪ জন বে-আইনি কার্যকলাপে লিপ্ত যুবক যুবতী। অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে এডভাইজার চৌমুহনীস্থিতআব্বা, সাম্বা এবং ত্রিং নামক রেষ্টুরেন্ট থেকে ৩৪ জন যুবক যুবতীকে আটক করল পুলিশ। দীর্ঘ দিন ধরেই এই রেষ্টুরেন্টগুলিতে চলছে বে-আইনি কার্যকলাপ। ৩৪ জনের মধ্যে ১৮ জন যুবতি এবং ১৬ জন যুবক। আভিযুক্তদের মেডিক্যাল চ্যাকাপ করা হয়েছে IGM হাসপাতালে। রাতেই আভিযুক্তদের আদালতে তোলা হয়েছে। আদালত চত্বরে ছিল প্রচুর জনতার ভীড়। পুলিশ ত্রিং –এর মালিক মদন দেববর্মা, আব্বা –এর মালিক দেবাশিস ভট্টাচার্য এবং সাম্বা –এর মালিক শ্যামল ভট্টাচার্যকে না পেয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। জানা যায়, এইসব বে-আইনি কার্যকলাপে্র মূল পান্ডা মদন দেববর্মাকে পুলিশ আটক করেছে। এই অভিযানে পশ্চিম জেলার এস পি বিজয় নাগ, এস ডি পি ও হরিমোহন দাশ, ডি এস পি সেন্ট্রাল রাজেন্দ্র দত্ত, পশ্চিম থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*