নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর ।। আগরতলা পুর নিগমের ভোটকে সামনে রেখে উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘের সামনে বৃহস্পতিবার এক পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় রাজ্যের উন্নয়ন, অগ্রগতির স্বার্থে বামফ্রন্টকে পূণরায় ভোট দিতে আহবান জানিয়েছেন বক্তারা। উন্নয়ন সংঘে CPI(M)–র পথসভায় উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ডের বামফ্রন্টের মনোনীত প্রার্থী অজয়া চক্রবর্তী, DCM সৃজন দেব, বড়দোয়ালি লোকাল কমিটির সম্পাদক শেখর ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী সহ আরো অনেকে। পথসভায় ৩৯নং ওয়ার্ডের বামফ্রন্টের মনোনীত প্রার্থী অজয়া চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করার জন্য এলাকাবাসীর কাছে আহবান জানিয়েছেন বক্তারা।