দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ ডিসেম্বর ।। বিশ্ব প্রতিবন্ধি দিবসে প্রেসক্লাবের প্রদর্শনী প্রমান করেছে প্রতিবন্ধকতা প্রতিবন্ধীদের সৃষ্টির শক্তিকে দমিয়ে রাখতে পারেনি। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিবন্ধি দিবসে প্রেসক্লাবের হস্ত কারু শিল্পের প্রদর্শনীতে উতপাদিত সামগ্রীর গুনগত উৎকর্ষতায় মুগ্ধ হয়েছেন আগত মানুষ। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটিতে ৩২ জন প্রতিবন্ধি শিশু প্রতিপালিত হচ্ছে বলে জানা গেছে। প্রেসক্লাবে বিদ্যা ওয়েলফেয়ারের প্রদর্শনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চ্যায়ারপার্সন পূর্ণিমা রায়, আগরতলা Lions Club-র সভাপতি অঞ্জন সাহা, বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নীহারঞ্জন মজুমদার সহ আরো অনেকে।