দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ ডিসেম্বর ।। রাজনৈতিক বিশ্লেষনে এই রাজ্যে ক্ষমতাসীন দল গোটা দেশের কাছে উদাহরন হয়ে উঠেছে – এই বার্তাই দিচ্ছেন রাজ্যের মূখ্যমন্ত্রী। ঝড়ো প্রচারে উন্নয়ন থেকে বিকল্পের কথায় ভোট চাইছেন CPI(M)-র জন্য পলিটবূরোর সদস্য তথা মূখ্যমন্ত্রী মানিক সরকার। রাজনীতির তত্ত্বে বিজেপি, কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। বাছা বাছা কেন্দ্রে দল মূখ্যমন্ত্রীকে সামনে রেখে নিগমের ভোট বৈতরণী পারের ছক কষছে। শনিবার, শহরের নেতাজী স্কুল মাঠে CPI(M)-র জনসভায় ভাষন দেন মূখ্যমন্ত্রী। জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কল্যাণী মজুমদার, ৩২নং ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিশ্বনাথ সাহা ছাড়াও আরো অনেকে।