গোপাল সিং, খোয়াই, ২৫ মে ।। বাড়ীতে ঢুকে ধর্ষণের চেষ্টা করল এক বিবাহিত যুবক। অভিযুক্ত যুবকের বিরুদ্ধের খোয়াই থানায় লিখিত অভিযোগ জানায় যুবতীর দিনমজুর পিতা। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা নিলেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে খোয়াই মরানদী এলাকায়। ঘটনার বিবরন দিয়ে পুলিশ জানায়, মরানদী এলাকার জনৈক দিনমজুর পিতার কন্যা সন্তানের ঘরে রাতে চুপি চুপি ঢুকে ধর্ষণের চেষ্টা করে এই এলাকার বিবাহিত যুবক প্রতাপ ঘোষ। যুবতীটির চিৎকারে পালিয়ে যায় প্রতাপ। বুধবার সকালে যুবতীটির পিতা খোয়াই থানায় অভিযোগ জানায়। জানা যায়, অভিযুক্ত প্রতাপ ঘোষ একজন সরকারী কর্মচারী। পুলিশ মামলা হাতে নিয়েছে, যদিও পভিযুক্ত প্রতাপ এখনো পলাতক।