SFI-র রক্তদান শিবিরে ব্যপক সাড়া

sfiগোপাল সিং, খোয়াই, ২৫ জুন ।। এসএফআই-এর উদ্যোগে খোয়াইতে রক্তদান শিবিরে ব্যপক সাড়া। এসএফআই সিঙ্গিছড়া অঞ্চল কমিটির উদ্যোগে শনিবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সিপিআই(এম) সিঙ্গিছড়া অঞ্চল কার্য্যলয়ে আয়োজিত এদিনকার রক্তদান শিবিরে ৩০-৩৫ জন রক্তদাতা রক্তদান করে বলে জানা যায়। এদিনকার কর্মসূচীতে সামিল হন এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক প্রনব ধর, ছিলেন বিজয় নাথশর্মা সহ সংগঠনের অন্যান্য কর্মীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*