নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর ।। যথাযোগ্য মর্যাদায় গোটা রাজ্যে পাতিত হয় সুর সম্রাট শচীন দেববর্মণের জন্ম জয়ন্তী। শনিবার শচীন দেববর্মণের ১১১তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানের পূর্বে শচীন দেববর্মণের জীবন ও শিল্প ধারার উপর একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্য চিত্র প্রদর্শিত হয়। মঞ্চে শচীন দেববর্মণের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন দপ্তরের সচিব এম এল দে, অধিকর্তা এম কে নাথ।