শারদোৎসবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা খোয়াইতে

khwগোপাল সিং, খোয়াই, ০৮ অক্টোবর ।। দুর্গোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে সামিল হয় বলে দুর্গাপূজাকে বলা হয় সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব। শারদোৎসবকে সাজিয়ে তুলতে এবং নিজেকেও মানানসই করে নিতে দোকানে-শপিং মলে, সর্বত্রই মানুষের ঢল উপচে পড়েছে। নতুন জামাকাপর কেনা-কাটার পালা ষষ্ঠী, সপ্তমী পূজার দিনও উর্দ্ধগামী। এবছর খোয়াই মহকুমার দুটি থানা এলাকাতে মোট ১২০টির উপর পূজো হচ্ছে। প্রায় অধিকাংশ পূজো উদ্যোক্তাদেরই এবছর লক্ষ্য বাজেটে নয় থিমে।  এবছর খোয়াই শহরে দূর্গা পূজা উপলক্ষ্যে ব্যবসায়ী মহলে খুশীর জোয়ার বইছে। বিগত বেশ কয়েক বছরের তুলনায় এবছর অনেক বেশী ক্রেতার ভীড় লক্ষ্য করা গেছে। খোয়াইয়ের প্রতিটি বাজারে-হাঁটে গত দুই দিনে প্রচুর লোকসমাগম হয়। সকাল থেকে সন্ধ্যা যেখানে অধিকাংশ উপজাতি অংশের মানুষ ভীড় জমিয়েছেন সেখানে সন্ধ্যা গড়াতেই গ্রাম এবং শহরের মানুষ দোকানে দোকানে হুমড়ি খেয়ে পড়েছেন। পূজোর এই ক’টা দিন প্রচুর লোকসমাগম হবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারাও। সেই লক্ষ্যেই খোয়াই পুলিশ প্রশাসনও শারদোৎসবকে সামনে রেখে শান্তির পরিবেশকে অক্ষুন্ন রাখতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে ঢালাওহারে সাজিয়ে তুলেছেন। শহরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। যদিও ট্রাফিক পুলিশের বাড় বাড়ন্তকে জনসাধারন মেনে নিতে পারছেন না। অবৈজ্ঞানিকভাবে চলছে ট্রাফিক ব্যবস্থা। জনগনের দাবী একটু নিয়মরক্ষা করে যেন ট্রাফিক ব্যবস্থা করা হয়। এদিকে প্রত্যেক ক্লাবগুলোই যাতে শব্দ দূষনের দিকে তীক্ষ্ণ নজর দেয় সেবিষয়েও ক্লাবগুলোকে সতর্ক করা হয়েছে। কারন রাস্তায় রাস্তায় যেভাবে বড় বড় মাইক লাগানো হয়েছে পথচলতি মানুষের কান ঝালাপালার ব্যবস্থা করা ছাড়া আর কিছুই না ! রাস্তায় কোন অঘটন ঘটলে মাইকের জোড়ালো শব্দে কেউ কিছু টেরও পাবেনা। সুতরাং ক্লাবগুলো যেন উচ্চস্বরে মাইক বাজানো থেকে বিরত থেকে সুশৃঙ্খলভাবে পুজোর আয়োজন করে তার আহ্বান জানানো হয়েছে। শারদীয় দূর্গোৎসব ১৪২৩ বঙ্গাব্দ রাজ্যের শান্তি-সম্প্রীতি ঐক্যের মেলবন্ধনের ঐতিহ্য বজায় রেখে নতুন নজীর গড়তে পারে সেবিষয়ে সমস্ত জনগনকেই এগিয়ে আসতে হবে। তবেই মিলনের সুর মধুর হয়ে উঠবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*