নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর ।। বাধারঘাটস্থিত আগরতলা রেল স্টেশন তৈরি হয়েছে উজ্বয়ন্ত রাজপ্রাসাদের আদলে। নান্দনিকতার সঙ্গে আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে এই রেল স্টেশন। উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক সীমায় অবস্থিত দুর্গম পাহাড়ী রাজ্যের মানুষ যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারিনে চরম সংকটের সঙ্গে লড়াই করেছেন, স্বপ্ন দেখতেন কবে পথের যন্ত্রনার অবসান হয়। সেই ক্ষেত্রে ত্রিপুরায় ব্রডগেজ রেলের সম্প্রসারণ ঘটায় গোটা ত্রিপুরাবাসীর জন্য স্মরনীয় তালিকায় লিপিবদ্ধ হয়ে থাকবে চিরকাল। অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে যায় বহু আগে, অবশেষে ৮ অক্টোবর, ২০১৬ শনিবার সপ্তমীর সকালে প্রতীক্ষা উচ্ছ্বাস আনন্দে বাস্তব হয়ে উঠে। মহাসপ্তমীর সকাল ৫টায় বাধারঘাটস্থিত আগরতলা রেল স্টেশন থেকে আগরতলা-কোলকাতা যাত্রীবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রা শুরু করে। রবিবার পশ্চিমবঙ্গের শিয়ালদাহ স্টেশনে গিয়ে থামবে এই ট্রেনটি। সপ্তাহে দু’দিন চলবে আগরতলা-কোলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি। বাধারঘাটের আগরতলা-কোলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীবাহী রেলের শুভারম্ভের শুভক্ষণের সাক্ষী থাকা মানুষের আনন্দ উল্লাস প্লাবনের রুপ নেয়।